আরিফুল ইসলাম : জীবিকার তাগিয়ে মানুষকে প্রতিক্ষণে কোথাও না কোথাও যেতে হয়। সেটা গ্রাম, সদর, জেলা কিংবা ভিন্ন শহর হতে পারে। একটি পরিবার চায় পরিবারের জন্য অর্থ উপাজনে নিয়োজিত কর্মব্যস্ত মানুষটি যেন দিন শেষে বাড়িতে ফেরত আসে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা কি পরিবারের এই নূন্যতম দাবি পূরণ করতে পারছে?
স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই জনপ্রিয় এই দাবি ও স্লোগানের জনক বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ শ্রদ্ধেয় নির্মল সেন। বেশ কিছু বছর আগে নির্মল সেন দাবি জানিয়েছিলেন, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’। এত বছর পেরিয়ে গেলেও এই দাবি পূরণ হয়নি। কিন্তু এটাই তো একটি স্বাধীন, সচেতন, সভ্য ও গণতান্ত্রিক সমাজের নাগরিকদের ন্যূনতম দাবি।
মানুষের বেঁচে থাকার সামান্য চাহিদায় যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। কিন্তু আজ নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তাটুকু নেই। প্রিয়জনের মুখে হাসি যারা ফুটিয়ে রাখে, তারা বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরে না। প্রতিদিন রাস্তায় অকাতরে প্রাণহানি হছে। প্রাণ যাছে দলীয় ক্যাডরের হাতে, মস্তানদের হাতে, কন্ট্রাক্ট কিলারদের হাতে এবং সর্বোপরি দেশ ও জনগণের রক্ষক পুলিশের হাতে। সাধারণ মানুষের প্রাণহানিতে দেশের নীতিনির্ধারকদের তেমন কোন মাথা ব্যাথা থাকে না।
ছিনতাই, ইভটিজিং, চাঁদাবাজি, ধর্ষণ, দূর্নীতি, খুন-জখমে স্বাভাবিক জনজীবন অতিষ্ঠ। এইতো কিছুদিন আগে সিলেটে পুলিশের হেফাজতে রায়হানকে পিটিয়ে জখম করার পর হত্যা করা হয়। করোনা কালে পুলিশ, ডাক্তারদের কর্মকান্ডে সত্যিই আমরা গর্বিত ছিলাম। পুলিশ জনতা যে ভাই ভাই, পুলিশ যে জনগনের প্রকৃত বন্ধু তা আমরা হাতে কলমে দেখে ছিলাম। কিন্তু মেজর সিহনা হত্যা, পুলিশী হেফাজতে যুবক রায়হানে হত্যা যেন বলে দেয়, আজ কেউ নিরাপদ নয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পুলিশের হেফাজত সব জায়গায় যেন আজ হত্যাযজ্ঞ চলে। রায়হান হত্যার কিছু দিন যা যেতেই মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক মেধাবী ছাত্র জীবিকার প্রয়োজনে সাভারে একটা স্কুলে চাকরি করত। বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে ছুরিকাঘাতে নির্মম ভাবে হত্যার স্বীকার হয়। এমন আবরার, রায়হান, সিনহা, মোস্তাফিজুর হাজারো উদাহরণ চোখের সামনে বিদ্যামান।
আজ মানুষ এমন হত্যাযজ্ঞ সমাজ ব্যবস্থা চায় না। গুটি কয়েক সন্ত্রাসী, ধর্ষণকারী, কিছু অসাধু সরকারী কর্মকতা, দূর্নীতিবাজ এদের হাতে বন্দী থেকে অস্বাভাবিক ভাবে মৃত্যু চায় না । মানুষ এমন একটা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে চিকিৎসালয় নামের কসাই খানা থাকবে না, থাকবে কর্মক্ষেত্রের নিশ্চয়তা, থাকবে না ধর্মীয় উগ্রবাদ, থাকবে না ভিন্ন মতের উপর নির্যাতন, কর্মস্থল থাকবে নিরাপদ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্যে হাতের নাগালে, কেউ ছুরিকাঘাতে বা ধর্ষণের স্বীকার হবে না।
মানুষের দিন পুঞ্জিকায় ধীরে ধীরে জমা হওয়া ক্ষোভগুলো আজ বিস্ফোরণের অপেক্ষায়। ধীরে ধীরে মানুষ বুঝতে শিখছে স্বাভাবিক ও নিরাপদ ভাবে বাঁচতে হলে আগে রাষ্ট্রেকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে হবে।
লেখক :
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সদস্য, তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়।