ধূমকেতু নিউজ ডেস্ক : ভিয়েনায় চলমান ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত আলোচনা থেকে একটি চূড়ান্ত চুক্তি বের করে আনতে হলে আমেরিকাকে আগে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে রাশিয়া।
ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ইরানি প্রতিনিধিদলের প্রধান আলী বাকেরির বক্তব্য সমর্থন করে এ মন্তব্য করেছেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২০২১ সালের এপ্রিল মাস থেকে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ শুরু হয়। সম্প্রতি কয়েকদিন বিরতির পর গত ৮ ফেব্রুয়ারি এ সংলাপের অষ্টম দফা আলোচনা আবার শুরু হয়েছে।
এ পর্যন্ত ইরানের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে ভিয়েনা সংলাপে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর কালক্ষেপণ বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গড়িমসির কারণে ভিয়েনা সংলাপে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হচ্ছে না।
রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন তার প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বুধবার এক টুইটার বার্তায় বলেছিলেন, কয়েক সপ্তাহের আলোচনা শেষে আমরা এখন যেকোনো সময়ের চেয়ে পাশ্চাত্যের সঙ্গে চুক্তির সবচেয়ে কাছাকাছি রয়েছি।তিনি বুধবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে আরো লিখেছেন, চুক্তির কাছাকাছি থাকলেও যতক্ষণ পর্যন্ত সব বিষয়ে ঐক্যমত্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে কোনো বিষয়েই ঐক্যমত্য হয়নি।