ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনা জেলা শাখার সম্মেলনের সফলতা কামনা করে সুজানগরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুজানগর আওয়ামী লীগের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় সুজানগর এন এ কলেজ গেট থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির নেতা আশিকুর রহমান খান সবুজ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদসহ অসংখ্য দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শনিবার (১৯ ফেব্রয়ারী) পাবনা শহরের পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ সহ কেন্দ্রীয় নেতারা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।
সভাপতিত্ব করবেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল।
সঞ্চালনা করবেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।