ধূমকেতু নিউজ ডেস্ক : ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে যাত্রবাহী লঞ্চ তাসরিফ-২ এর ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ভবানীপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার হয়।
নিহতরা হলেন- দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা এরশাদ মাঝি (৩৪) ও আকবর মাঝি (৩৫)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে দৌলতখান ভাবানীপুর লঞ্চঘাটের উত্তর মাথায় মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করার সময় জালের সঙ্গে আটকা পরে এরশাদ মাঝি ও আকবর মাঝির লাশ। এরপর জেলেরা কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
উল্লেখ্য, বুধবার ভোর রাতের দিকে চর পাতা ইউনিয়নের আব্দুল রহমানের ট্রলারের জেলেরা ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেঘনা নদীতে মাছ শিকার করছিল। ওই সময় ঢাকা থেকে হাতিয়াগামী তাসরিফ-২ যাত্রীবাহী লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। ওই সময় জেলেদের চিৎকারের স্থানীয়রা জেলেরা ৬ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে। তখন তিন জেলে নিখোঁজ ছিলেন। আজ দু’জনের লাশ উদ্ধার করা হয়। এখনো একজন নিখোঁজ রয়েছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, মেঘনায় মাছ শিকারে সময় তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ৯ জেলের মধ্যে ৩ জেলে নিখোঁজ ছিলেন। নিখোঁজ তিন জেলের মধ্যে এরশাদ ও আকবরের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত জেলেদের লাশ দৌলতখান থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখনো মমিন নামের এক জেলে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় আজ ট্রলার মালিক আব্দুর রহমান দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত চলছে।