ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী হাওয়ালদার পাড়া গ্রামের বাসিন্দা শুম্ভ দাস। এক সময় ডাক-ঢোল পিটিয়েই সংসার চলতো তার। বর্তমানে আধূনিক বাদ্যযন্ত্রের কারণে ডাক-ঢোলের কদর আর নেই বললেই চলে।
তারপরেও গুটি কয়েক মানুষের জোড় আপত্তির কারণে মাঝে মধ্যে জেলার কিছু অঞ্চলে পূজা-পর্বন বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ডাক-ঢোল বা বাদ্যযন্ত্র বাজিয়ে যে টাকা পান তা দিয়ে চলছিল না তার সংসার। এক রকম বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে শেষ মূহূর্তে শুরু করে দিলেন হাটপাঙ্গাসী বাজারের এক কোনে খোলা আকাশের নিচে কর্মকারের বা কামারের ব্যবসা। বলা চলে শুম্ভ এখন ঢোল-তপলা বাদক থেকে কর্মকার। এখানেও রয়েছে বিপত্তি।
বংশগত পেশা না হওয়ায় কাজ ভাল নাও হতে পারে বিধায় তার কাছে সহজেই কেউ কাজ করাতে চাই না। যারা একবার কাজ করছেন তাকে দিয়ে তারা সবাই বলছেন শুম্ভ একজন ভাল কারিগড়। একবার একটা কাঁচি ধার কাটালে দীর্ঘদিন অটুট থাকে। কিন্তু বর্তমানে হাতে তেমন কাজ, কর্ম না থাকায় অধিকাংশ সময় অলস সময় পার করতে হচ্ছে তাকে। তারপর একটু বৃষ্টি হলে তো কোনো কথায় নেই। না খেয়ে থাকতে হবে তাকে। বলা চলে মানবেতর জীবন-যাপন কাটাতে হচ্ছে কর্মকার শুম্ভকে।
এদিকে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু জানান, শুম্ভ খুব গরীব হলেও রয়েছে তার মধ্যে সততা। তিনি সহযোগিতা চাইলে তাকে অবশ্যই সহযোগিতা করা হবে।
অপর দিকে পাঙ্গাসী ১ নং ওয়ার্ড মেম্বার সামসুল আলোম খোকন বলেন, শুম্ত খুব দরিদ্র অসহায় খেটে খাওয়া মানুষ। তাকে আর্থিক ভাবে সহযোগিতা করা ও স্থায়ী ভাবে একটি ঘরের ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি।
এদিকে শুম্ভ কর্মকার জানান, বিগত ৪/৫ বছর আগে ডাক-ঢোল পিটিয়েই সংসার চালাতাম। বর্তমানে আধূনিকতার ছোয়ায় ডাক-ঢোলে আর সংসার চলে না তাই বাধ্য হয়েই খোলা আকাশের নিচেই কর্মকারের কাজ করছি।