ধূমকেতু নিউজ ডেস্ক : এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের করা মন্তব্যের জবাবে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের কথায় বিপিএল বিশ্বের পাঁচ-ছয় নাম্বার টুর্ণামেন্ট, তবে বিষয়টির সঙ্গে একমত নন পাপন।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির শেষে বিসিবি প্রধানকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি সাকিবের সঙ্গে একমত কিনা।
জবাবে পাপন বলেন, প্রশ্নই ওঠে না। আমি যতদূর জানি, এখন পর্যন্ত যতগুলো আসর হয় আইপিএল-বিগ ব্যাশ আর বিপিএল- এই তিনটা নামই শুনে আসছি। এছাড়া আমি কোনো নাম শুনিনি কোথাও।
তিনি আরও বলেন, ক্যারিবিয়ান লিগ বা পিএসএল-এর কথা বলতে পারেন। এই পিএসএল কিন্তু আগেও ছিল, কিন্তু আগে ওটার কথা বলা হয়নি। এবার আমরা যখন কোভিডের জন্য অনেক কিছু করিনি, হুলুস্থুল করিনি, সেই জায়গায় পিএসএল সেটা করেছে। তাই পিএসএলকে বেশি জাঁকজমকপূর্ণ লেগেছে। কিন্তু আমরা নিজেদের টুর্ণামেন্ট নিয়ে সন্তুষ্ট। তাই বলে এখনও কোথাও শুনি নাই অন্য কোনো টুর্ণামেন্ট আমাদের বিপিএলের চেয়ে বেশি। এটা তার (সাকিব) ব্যক্তিগত অভিমত।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি লাইভ অনুষ্ঠানে সাকিব বলেন, ‘বিপিএল বিশ্বের পঞ্চম বা ষষ্ঠ সেরা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্ণামেন্ট।’ বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। সবশেষ বিপিএলে সাকিবের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে হয় রানার্সআপ। তবে ভালো পারফরম্যান্সের কারণে টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান তিনি।