ধূমকেতু প্রতিবেদক : পাবনা ৮৫ (পঁচাশি) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ও ৫৮৫ (পাঁচশত পঁচাশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ জিয়াউর রহমান (জিয়া) (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে ঈশ^রদী থানাধীন ভাদুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিয়া নাটোর জেলার লালপুর থানাধীন রামকৃঞ্চপুর এলাকার আব্দুস সাক্তারের ছেলে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তার নেতৃত্বে র্যাব-১২ এর একটি দল পাবনা জেলার ঈশ^রদী থানাধীন ভাদুর বটতলা সাকিনস্থ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জিয়াউর রহমানকে ৮৫ (পঁচাশি) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন এবং ৫৮৫ (পাঁচশত পঁচাশি) পিচ অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ^রদী থানায় মামলা রুজু করা হচ্ছে।