ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার ফজলের মোড় থেকে খলিল মোড় হয়ে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ গেট পর্যন্ত সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
মঙ্গলবার থেমে থেমে যানজট থাকলেও বুধবার (১৬ মার্চ) সকাল থেকেই সৃষ্টি হয় এই তীব্র যানজট।
জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে উল্লাপাড়া হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় নির্মাণ ও সংস্কার কাজ চলার কারণে বিকল্প হিসেবে যানবাহনগুলো পুরাতন বগুড়া রোড হাটপাঙ্গাসী সড়ক দিয়ে চলাচল করায় সৃষ্টি হয়েছে এই যানজট। ফলে চরম ভোগান্তিতে পরেছে হাজার হাজার পথযাত্রী। যানজটে আটকে আছে শত শত যানবাহন।
তথ্য সূত্রে আরও জানা যায়, মহাসড়কের চার লেনের কাজ ও নলকা সেতুর সংস্কার কাজ চলার কারণে কিছুদিন পরপরই মহসড়কের পাশাপাশি উপজেলার হাটপাঙ্গাসী পুরাতন বগুড়া রোডেও ঘটছে এমন ঘটনা। যানজট নিরসনে গ্রামপুলিশকেও দেখা গেছে অনেকটাই তৎপর।
এমতাবস্থায় যানজট নিরসনকল্পে বিকল্প হিসেবে হাটপাঙ্গাসী ফজলের মোড় থেকে বাইপাস হিসেবে একটি সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড়দাবি জানিয়েছেন অত্র বাজারের আশপাশের হাজার হাজার জনসাধারণ।