ধূমকেতু প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা, সৎ ও আদর্শবান ব্যক্তি নূর কুতুব আলম মান্নানকে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম।
শুক্রবার (১ এপ্রিল) রাত ৮ টার দিকে নগরীর হাদিরমোড় এলাকায় মান্নানের নিজ বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়।
এ উপলক্ষে মান্নানকে বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সেই সাথে নূর কুতুব আলম মান্নানকে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান রবিউল ইসলাম।