ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার জেলা টেবিল টেনিস সমিতির যুগ্ম-আহবায়ক ও প্রাক্তন ফুটবলার নিজামুল ইসলাম খান অথেল রোববার (১০ এপ্রিল) নগরীর কাদিরগঞ্জস্থ নিজস্ব বাসভবনের পাশে বিকেল প্রাই ৫টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে————ইন্নাইলাহে রাজেউন।
মৃত্যুকালে তার বযস হয়েছিল ৬১ বছর। তিনি বাবা স্ত্রী তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সহ সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রমজান আলী, শেখ আনসারুল হক খিচ্চু, মাহফুজুল আলম লোটন, সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, যুগ্ম সম্পাদক (প্রশাসন) নাজমীর আহমেদ আমান, যুগ্ম সম্পাদক (ক্রীড়া) রাসেল জামান গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।