ধূমকেতু প্রতিবেদক : ওষুধের দাম বেশি নেওয়ার প্রতিবাদ করায় দম্পত্তিকে মারধর করেছেন রাজশাহীর আস্থা ফার্মেসির মালিক ও কর্মচারীরা।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কল্পনা রায় ও সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
ঘটনাস্থলে একজন নারীকে শারীরিক নির্যাতনের বিচার চেয়ে বাংলাদেশ মহিলা পরিষদে অভিযোগ করেন, মহিলা পরিষদের প্রচার সম্পাদক আফরোজা খান হেলেন।
নারী প্রিয়তি আফরোজা খান হেলেনের ছেলের বউ। ঔষধের দাম বেশি চাওয়ায় পাশের দোকান থেকে ওষুধ কেনাতে ওষুধের ফার্মেসি মালিক খারাপ ব্যবহার করায় প্রতিবাদ করাতে স্ত্রী পিয়তিকে থাপ্পড় মারলে স্বামী রেগে গিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী-স্ত্রী দুইজনকেই মারধর করে।
এ বিষয়ে রাজপাড়া থানায় অভিযোগ করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেন এবং ২৪ ঘন্টার মধ্যে মামলা দায়ের করে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।