ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের নিজামগাতী গ্রামের আবুল কাসেম প্যাডেল ভ্যানে গাছ বোঝাই দিয়ে পিঠে রশি বেধে অন্যের গাছ কেটে ভেঙ্গে বাড়ি বাড়ি পৌছে দিয়ে যে টাকা পান তা দিয়েই কোনো মতে চলছে তার সংসার। যে সময়ে অবসর সময় কাটানোর কথা।
ব্যাটারি বিহীন এ ভ্যানে গাছের বড় বড় গুল নিয়ে চলতে কষ্ট হলেও জীবিকার তাগিদে ছুটতে হচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। উপজেলার হাটপাঙ্গাসী এলাকার আশপাশের ছ’মিলে ভাঙ্গাতে দেখা যায় দরিদ্র আবুল কাসেমকে।
জানা যায়, তিনি দীর্ঘ ৩৮ বছর ধরে পায়ে প্যাডেল আর বাড়ি বাড়ি গিয়ে গাছ ভেঙ্গে দিয়ে জীবিকা নির্বাহ করে চলেছেন। বর্তমানে তার একটি ভাঙ্গাচুড়া ভ্যান রয়েছে। তবে সেটি কোনো ব্যাটারিচালিত নয়। তবুও জীবিকার তাগিদে পায়ে প্যাডেল মেরে যাত্রী বহন ও গাছের গুল বহনে অনবরত চালিয়ে আসছেন। মাথার ঘাম পায়ে ফেলে এ উপার্জনের টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেটিও বিয়ে করে আলাদা হয়েছে। জায়গা জমি বলতে তেমন কিছু নেই। আছে শুধু বসবাসের জন্য একটু বসৎভিটা। বয়সের ভারে এখন তার অবসরে থাকার কথা। সকাল হলেই প্যাডেল ভ্যান নিয়ে বের হতে হয় তাকে। ঝড়-বৃষ্টি আর শীত উপেক্ষা করে রোজগারের আশায় ভ্যান নিয়ে ছুটে চলেন কাঁঠুরিয়া আবুল কাসেম সেখ।
এদিকে উজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি সদস্য মামুন সেখ বলেন, বিভিন্ন রাস্তা-ঘাটে কাসেম চাচার সঙ্গে দেখা হয়। জীবিকার সন্ধানে বার্ধক্য বয়সেও তাকে প্যাডেল ভ্যান চালাতে হচ্ছে। ভ্যানটি ব্যাটারিচালিত হলে ভাল হতো।
ভ্যানচালক কাসেম আলী সেখ জানান, এই বয়সে প্যাডেল ভ্যান চালাতে খুবই কষ্ট হচ্ছে। কোনো উপায় না পেয়ে সীমিত আয়-রোজগারে খুব কস্টে সংসার চালাচ্ছেন অতি দরিদ্র কাঁঠুরিয়া প্যাডেল ভ্যান চালক আবুল কাসেম সেখ।