ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০২২ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ মে) বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) আশরাফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।
আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, আবুল কালাম আজাদ, আব্দুল মতিন ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক গোলাম মোস্তফা গামা প্রমুখ।
উদ্বোধনী খেলায় নন্দীগ্রাম পৌরসভা একাদশ থালতা মাঝগ্রাম ইউনিয়ন একাদশকে ৪-০ গোলে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন রফিকুল ইসলাম অপু। এ খেলায় ৬টি দল অংশগ্রহণ করছেন।