ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল (বাহান্ন নিউজ) সৌজন্যে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে রাবি শাখা ছাত্রলীগ টিম বিজয়ী হয়েছে।
শনিবার (২৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের সুবর্ণ-৬৭ ব্যাচের উদ্যেগে শাহ মখদুম হল মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি রাবি শাখা ছাত্রলীগ বনাম সুবর্ণ-৬৭ টিমের মধ্যে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট ফাইনাল পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘বাহান্ন নিউজ’ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইয়াছির রহমান রুদ্রের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর, শহীদ শামসুজ্জোহা হল প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম, রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু সহ বিভিন্ন হল ছাত্রলীগের সভাপতি এবং সম্পাদক টুর্ণামেন্ট কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, বাহান্ন নিউজের সহযোগিতায় সুন্দর টুর্ণামেন্টের আয়োজন করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ-৬৭ ব্যাচ। প্রাকৃতিক দুর্যোগ না হলে হয়ত ফাইনাল ম্যাচটি আরো জাকজমক হতে পারত।
শেষে ফাইনালে অংশগ্রহণকারী দুই দলকে ট্রফি তুলে দেয়ার আগে প্রধান অতিথি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার সহ বিশেষ অতিথিবৃন্দকে বাহান্ন নিউজ ও শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।