ধূমকেতু প্রতিবেদক, লালপুর : অনিবন্ধিত ক্লিনিক,হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সারা দেশে চলমান অভিযান শুরু হওয়ায় নাটোরের লালপুরে দুটি হাসপাতাল ও তিন ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ টাঙ্গিয়ে তা বন্ধ করে দিয়েছে মালিকরা।
প্রতিষ্ঠানগুলো হলো, মানব কল্যান মডেল হাসপাতাল, স্বপ্নিল জেনারেল হাসপাতাল, ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও গালিব ডায়াগনস্টিক সেন্টার।
তবে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠান গুলো পরিদর্শনে গেলে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারেরর আউটডোর খোলা দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিষ্ঠানের মালিক জানান, আমাদের নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে, তবুও সরকারের এ অভিযানকে আমরা স্বাগত জানাই, সরকারের নির্দেশনা অনুযায়ি আমরা সেচ্ছায় আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি, অনুমোদন পেলে পুনরাই চালু করা হবে।