ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়নের কৃষকের বিভিন্ন জমিতে চলতি বছরে চাষ করা হচ্ছে তিল। বিগত কয়েক বছরের চেয়ে এবার উপজেলার বিভিন্ন এলাকায় তিল চাষ লক্ষ করা গেছে।
বিশেষ করে উপজেলার চড়াঞ্চল এলাকাগুলোতে। শরিষার মতো তিলের দাম বেশি থাকায় বিগত কয়েক বছরের তুলনায় এবার মনের সুখে তিলের আবাদ করছেন কৃষকেরা। আর তাছাড়া তিল চাষে বাড়তি কোনো খরচ নেই।
উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া গ্রামের ডাক্তার আয়নাল প্রামানিক জানান, বিগত কয়েক বছর তিলের দাম ভাল থাকায় চলতি বছরে আমার নিজস্ব কিছু জমিতে তিল চাষ করেছি। বেশ ভাল ফলন হয়েছে। আর দু’এক সপ্তাহের মধ্যেই তিল কেটে ঘরে তোলা যাবে বলে আশা প্রকাশ করছি।
এছাড়াও ভালো ফলন পেলে ও বিগত কয়েক বছরের বাজার মূল্য ঠিক থাকলে সকল খরচ বাদ দিয়ে পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন বলে মনে করছেন উপজেলার অধিকাংশ তিল চাষীরা।