IMG-LOGO

রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্নীতির দায়ে রাবি শিক্ষক সুজন সেনের অপসারণ দাবিসকালের মক্তবে গুরুত্ব দিতে হবে আমাদের সকলেরপুঠিয়া নৈশপ্রহরীকে বেধে ১২লক্ষ টাকার ডাউল লুট৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসের বড় জয়‘চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে’ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতদূর্গাপূজা ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন করা হবে : ধর্ম উপদেষ্টাফুলবাড়ীতে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরন উদ্বোধনমার খেলেন ইউটিউবার হিরো আলম‘শহিদদের স্বপ্ন বাস্তবায়ন আমাদের অঙ্গীকার, সেটা আমরা করবই’পোরশায় ডাসকোর আলোচনা সভা র‌্যালিনাটোরে সাবেক এমপি শিমুলসহ ৪৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা‘শেখ হাসিনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খুনি’সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫মহাদেবপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন
Home >> কৃষি >> রাণীনগরে ঝড়-বৃষ্টিতে ধানের ফলন বিপর্যয়, ক্ষতি ৫২ কোটি টাকা উপরে

রাণীনগরে ঝড়-বৃষ্টিতে ধানের ফলন বিপর্যয়, ক্ষতি ৫২ কোটি টাকা উপরে

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলায় এবারের ঝড় ও বৃষ্টিতে ধানের চরম ফলন বিপর্যয় ঘটেছে। এতে শুধু ধানেই কৃষকের ক্ষতি হয়েছে ৫২ কোটি টাকার উপর। ঝড়ে ও বৃষ্টির পানিতে পাকা ধান নুয়ে পরার কারনে অনেকেই জমি থেকে ধান কেটে ঘরে তুলতে পারেননি। ফলে জমিতেই ধান পচে নষ্ট হয়ে গেছে। এতে করে ক্ষতির পরিমান আরও অনেক বেশি হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ১৮হাজার ৮০০ হেক্টর জমিতে ধান রোপন করেছিলেন কৃষকরা। শুরু থেকেই ধান গাছে তেমন রোগ-বালাই না থাকায় ধানের ফলন ভাল হবে এমনটি আসা করা হয়েছিল।

তিনি বলেন, গত বোরো মৌসুমে প্রাপ্ত উৎপাদন ফলন অনুযায়ী চলতি মৌসুমে রোপিত ধানে উৎপাদন লক্ষ মাত্রা ধরা হয়েছিল ১লক্ষ ১৬হাজার ৭৭২ মেট্রিকটন। কিন্তু ঝড় ও বৃষ্টির কারনে সময় মতো কৃষকরা পাকা ধান কাটতে না পারায় পানিতে নুয়ে পরার কারনে ফলন বিপর্যয় দেখা দেয়। এতে প্রাপ্ত উৎপাদন অর্জিত হয়েছে ১লক্ষ ১হাজার ৯৪৪ মেট্রিকটন। যা লক্ষমাত্রার চেয়ে ১৪হাজার ৮২৮ মেট্রিকটন কম।

তিনি জানান, বর্তমান ধানের বাজার দর অনুযায়ী শুধু ফলন বিপর্যয়ে প্রায় ৫২ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

তবে কৃষকরা বলছেন, এই ক্ষতির পরিমান প্রায় দ্বিগুন হবে। অনেক কৃষকরা ধান কাটতেই পারেননি। ফলে জমিতেই পচে নষ্ট হয়ে গেছে। এছাড়া চরা মুজুরি দিয়ে ধান কাটার কারনে আরো অনেক বেশি লোকসান হয়েছে।

রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কৃষক কাজী আনিছুর রহমান বলেন, তিনি ১২বিঘা জমিতে ধান রোপন করেছিলেন। ঝড়-বৃষ্টিতে ধান নুয়ে পরার কারনে এবং সময় মতো শ্রমীক না পাওয়ায় ৫ বিঘার জমির ধান পচে নষ্ট হয়ে গেছে। একই গ্রামের কৃষক বেলাল হোসেনের অবস্থা একই। তিনি ৪ বিঘা জমির ধান কাটতে পারেনি।

বড়গাছা ইউনিয়নের মালশন সরদার পাড়া গ্রামের মিজান সরদার বলেন, তিনি ৮ বিঘা জমির ধান কাটতে পারেনি।

কালীগ্রাম খন্দকার পাড়ার কৃষক সাইদুর রহমান বলেন, তিনি সাড়ে ২৩ বিঘা জমিতে ধান রোপন করেছিলেন। ঝড়-বৃষ্টিতে ধান নুয়ে পরার কারণে এবং সময় মতো শ্রমীক না পাওয়ায় ২১ বিঘা জমির ধান পচে নষ্ট হয়ে গেছে। ফলে ওই ২১বিঘা জমির একটি ধানও কেটে ঘরে তুলতে পারেননি।

একই গ্রামের কৃষক ইন্তাজ আলী জানান, তিনি ১৮বিঘা জমির মধ্যে সোয়া চার বিঘা জমির ধান কাটতেই পারেননি। সব ধান পচে নষ্ট হয়ে গেছে।

সিম্বা গ্রামের কৃষক রবিউল ইসলাম ও মিরাটের কৃষক আলাউদ্দীন বলেন, বিশেষ করে বিল এলাকায় যে সকল জমি রয়েছে সেগুলোর অধিকাংশ জমির ধান পানিতে তলে পচে নষ্ট হয়ে গেছে। তাদের মতে, এই ঝড়-বৃষ্টিতে কৃষি অফিসের জরিপ অনুযায়ী যে পরিমাণ ক্ষতি ধরা হয়েছে তার দ্বিগুন হবে। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দ্বাড়াতে সরকারের প্রতি অহŸান জানিয়েছেন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, কৃষকদের ক্ষতির বিষয়টি আমরা মাথায় নিয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারীভাবে সহায়তা করতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news