ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের শেষ ধাপে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীসহ জামানত হারালেন ৩ জন চেয়ারম্যান প্রার্থী।
১৫ জুনের এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হতে পারেননি। তিনি ৬ জন প্রার্থীর মধ্যে চতুর্থ হয়েছেন। হারিয়েছেন জামানত।
বুড়ইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অটোরিকশা প্রতীকে ১১২৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক চশমা প্রতীকে পান ৬৯১৮ ভোট।
এছাড়া ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ভবেশ চন্দ্র সরকার ঘোড়া প্রতীকে ৩৯২৯ ভোট, আহসানূল হক মোটরসাইকেল প্রতীকে ৪৮৩ ভোট, রুহুল আমিন আনারস প্রতীকে ২৬১ ভোট ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন মন্ডল নৌকা প্রতীকে পান ১৮৩৪ ভোট।
নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল সালাম জানান, যত ভোট কাস্ট হবে তার ৮ ভাগের ১ ভাগ ভোট কোনো প্রার্থী না পেলে ওই প্রার্থী জামানত হারাবেন। ১নং বুড়ইল ইউনিয়নের মোট ভোটার ৩০ হাজার ৩২৬ জন। এরমধ্যে কাস্ট হয়েছে ২৪ হাজার ৬৯৫ ভোট।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য ব্যাপক চেষ্টা করেছেন। প্রার্থীর ব্যক্তিগত সমস্যা ও সীমাবদ্ধতার কারণে এই ভরাডুবি হয়েছে।