ধূমকেতু প্রতিবেদক : পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত মানববন্ধনের অংশ হিসেবে রোববার (১৯ জুন) সকাল ১১ টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি একাত্মতা পোষণ করে রুয়েট প্রধান ফটকে মানববন্ধন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, রুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতির সহ সভাপতি রোকনুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, কর্মকর্তা সমিতির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নাসির উদ্দীন শাহ্, দপ্তর সম্পাদক প্রকৌশলী রাইসুল ইসলাম রোজ, প্রচার সম্পাদক আ.ফ.ম. মাহমুদুর রহমান দীপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মামুনুর রশীদ।
আরও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদিকা রাজেফা খাতুন, সদস্য আরিফ আহম্মদ চৌধুরী, মাহবুবুল আলম, প্রকৌশলী আসিফ আল আমিন সাফি, প্রকৌশলী নাঈম রহমান নিবিড় ও বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত ১২ দফা দাবির প্রতি সহমত পোষণ করেন।