মোঃ আতাউর রহমান :
গুরুজনকে ঈদের শুভেচ্ছা,জানাই সহকর্মীদের,
আদর জানাই প্রীতি জানাই, সকল কচি-কাঁচাদের।
বিশ্ব-মুসলিম, মুসলিম উম্মাকে, জানাই ঈদের প্রীতি,
মহানবী শিখিয়েছেন যা, সেটাই মোদের রীতি।
ঈদ আসুক নীলাকাশ বেয়ে, রঙ্গিন দোলা নিয়ে,
সবাই ভালোবাসবে সবার, কোলাকুলি দিয়ে।
ঈদ আসুক উড়ে উড়ে, কাশফুলের মতো,
বহুদিনপর বন্ধুকে পেয়ে, আনন্দে বিমোহিত।
ঈদ আসুক ময়ুর হয়ে, রঙ্গিন পেখম মেলে,
ঈদ আসুক সবার মাঝে, নির্মল হাওয়ায় দুলে।
ঈদ আসুক শুভ্র হয়ে, সাদা ডানায় জেঁকে,
ঈদ আসুক নব-বধুর, আলপনায় এঁকে।
ঈদ আসুক হিমালয়ের হয়ে, মেঘমালার বেশে,
সপ্তমাকাশের বাতাস আসুক, সোনার বাংলাদেশে।
মোরগগুলোও ডাক দেয় ঈদে, অতি প্রত্যুষে,
ঈদের মাঠে পড়বো নামাজ, বাদ না পড়ি শেষে।।
লেখক : মোঃ আতাউর রহমান, উপজেলা সমবায় অফিসার (অবসর), গোদাগাড়ী, রাজশাহী।