ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রাষ্ট্রীয় পাটকলসহ কলকারখানা রক্ষা, গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষাসহ ৯ দফা দাবীতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে নগরীর রেলওয়ে বিক্রিয়েশন ক্লাব মিলনায়তনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ রাজশাহী অঞ্চলের প্রতিনিধি সভায় এ আহ্বান জানান নেতৃবৃন্দ।
সভায় নুর কুতুবুল আলম মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্কপের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী শহীদুল্লাহ চৌধুরী, কামরুল আহসান, রাজেকুজ্জামান রতন, পারুল মজুমদার, দ্বিজেন্দ্রনাথ সিংহ, আবুল কালাম আজাদ, আলফাজ হোসেন, হুমায়ুন রেজা জিনু, আলহাজ্ব আবদুল্লাহ খান, আবদুর রহমান, রবিউল ইসলাম (রবি) ও কাউম।
বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষ এখন কঠিন সময় পার করছে। একদিকে করোনা মহামারী, অন্যদিকে শ্রমিক ছাটাই, শ্রমিকদের জীবনে নাভিশ্বাস এনে দিয়েছে। ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষা, ন্যায্য মজুরী, চাকুরী ও কর্মসংস্থান রক্ষাসহ রেশম ও মহার্ঘ ভাতার দাবীতে ঐক্য আন্দোলন আজ সময়ের দাবী।
বক্তারা আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা এবং ২৫ নভেম্বর দেশব্যাপী সকল শিল্পাঞ্চলে ৯ দফার সমর্থনে প্রচার মিছিল করার জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ। সেই সাথে ২৫টি রাষ্ট্রায়াত্ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, পাটকল আধুনিকায়ন, পিপিপি বা লীজ নয় রাষ্ট্রীয় পাটকল, চিনিকল রক্ষার আন্দোলন গড়ে তেলারও আহ্বান জানান তারা।