ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্জ্য ব্যবস্থাপনার আরো আধুনিকায়নে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ হতে যাচ্ছে। এসটিএস নির্মাণ উপলক্ষ্যে কাউন্সিলরবন্দকে সাথে নিয়ে মহানগরীর বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুরে বিভিন্ন স্থান পরিদর্শন করেন মেয়র।
শুরুতে নগরীর ভদ্রা এলাকায় জায়গা পরিদর্শন করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর ভদ্রা রেলওয়ে বস্তি, ঐতিহ্য চত্বর, কোর্ট স্টেশন, ভেড়িপাড়া মোড়, রাজপাড়া থানার মোড়, মাদ্রাসা মাঠের পেছনেপাশ, বড়কুটি এলাকা, কেদুরমোড় ও সপুরা এলাকা পরিদর্শন করেন মেয়র।
এসময় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা অনন্য ইসলাম নির্ঝর, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সহকারী আর্কিটেক্ট জহুরুল আনোয়ার অনন্ত, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড় প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে একটি করে এসটিএস নির্মাণের পরিকল্পনা রয়েছে। ১ম পর্যায়ে ১২টি এসটিএস নির্মাণে স্থান নির্ধারণ করা হয়েছে। ১ম পর্যায়ের ১ম ধাপে অন্তত ৫টি এসটিএস নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।