ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধুরইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন রোববার (২৪ জুলাই) বিকেলে পোল্লাকুড়ি ইফতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়াজেদ আলী শাহ, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি দিলীপ কুমার তপন, মুরাদুল ইসলাম মুরাদ, অধ্যক্ষ আব্দুর রশিদ, কফিল উদ্দিন, প্রভাষক আক্কাস আলী।
আরও উপস্থিত ছিলেন, প্রভাষক সালাউদ্দন, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, ইউনিয়ন যুব লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল রানা।
পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী।