ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : আষাঢ শেষ হয়ে গেছে, শ্রাবণ মাসও শেষের দিকে অথচ সময়মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় রাজশাহী পুঠিয়া উপজেলায় পাট জাগ দিতে বিপাকে পড়েছেন পাটচাষিরা। অবস্থা এমই যে পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে হচ্ছে চাষিদের।
জিউপাড়া ইউনিয়নের পাট চাষি আব্দুস সালাম বলেন, চলতি বছর পাট চাষ করে বিপাকে পড়তে হয়েছে। সময়মতো বৃষ্টি না হওয়ায় পাট জাগ দিতে হিমশিম খাচ্ছি আমরা পাট চাষিরা। আগে তারা এলাকার ক্যানেলে পাট জাগ দিতেন। কিন্তু এবার পানির অভাবে অন্যের পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে হচ্ছে। প্রতিবিঘা পাট জাগ দেওয়ার জন্য পুকুর মালিক কে দিতে হচ্ছে দুই হাজার টাকা।
তারপরেও পাওয়া লাগবে সিরিয়াল। এতো পরিশ্রম করে এবার যদি পাটের দাম ভালো না পান তাহলে আগামীতে আর পাট চাষ করবেন না বলেও জানান কয়েকজন পাটচাষি।
অন্যদিকে পুকুরে পাট জাগ দেওয়ার ফলে পানি দূষিত হয়ে পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে বলে মনে করেন স্থানীয় বিশিষ্টজনেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ৬টি ইউপি এলাকায় প্রায় ৪ হাজার ৪৬০ হেক্টর জমিতে পাট বীজ বপন করা হচ্ছে। যা গত বছরের তুলনায় ৬১০ হেক্টর জমি বেশি। স্থানীয় কৃষকরা এবার ও-৯৮৯৭, জিআরও ৫২৪ জাতের পাটবীজ বেশি বপন করেছে। তাছাড়া ভারত থেকে আমদানিকৃত চাকা মার্কা জাতের পাটবীজও অনেকই বপন করেছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূইয়া বলেন, উন্মুক্ত জলাশয়ে পাট জাগ দেয়া চাষিদের জন্য সবচেয়ে সহজ মাধ্যম। তবে এবার বৃষ্টিপাত কম। যার কারণে পাট জাগ দেয়া নিয়ে চাষিদের কিছুটা সমস্যায় পরতে পারেন। তবে রিবন রেটিং পদ্ধতিতে পাট প্রক্রিয়া করা যায়। এতে অল্প পানি ও জায়গাতে বেশী পরিমাণ পাট জাগ দেয়া যায়। সাধারণত পাট জাগে পক্রিয়া হতে ২০-২৫ দিন সময় লাগে। আর রিবন রেটিং পদ্ধতিতে ১০-১২ দিনে হয়ে যায়। এতে পাটের রং ও মান অনেক ভালো হয়। পুকুর ভাড়া নিয়ে পাট জাগের বিষয়ে আমার জানা নেই।