ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী মিরের দেউলমূড়া রইবা হাজির ব্রিজ থেকে গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া-কারিগরপাড়া জামে মসজিদ হয়ে নিজামগাতী চৌরাস্তা এবং গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ী থেকে মৃত নইমুদ্দিন মাস্টারের বাড়ী হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো দীর্ঘ দুইযুগেও সংস্কার অথবা পাকা করা হয়নি। ফলে যাতায়াতের চরম বিরম্ভনার শিকার হতে হচ্ছে অত্র এলাকাবাসীকে। এলাকাবাসীর দুঃখ কষ্ট ও যাতায়াতের যন্ত্রণার কথা কেউ শোনার চেষ্টা করে না।
রোববার এলাকার রাস্তাগুলো গুড়ে দেখা যায়, রাস্তাটির মাঝে মাঝে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাঝখানের কিছু রাস্তা পাকা ও ইট না থাকায় কাঁদা ও পানি জমে যাতায়াতের বেহাল দশা হয়ে পড়েছে। ইজিবাইক, অটোভ্যান, অটোরিক্সা ও সিএনজিসহ কোনো যানবাহনই এ রাস্তাগুলো দিয়ে সহসাই যেতে চায় না। তাছাড়া যাতায়াতের কোনো পরিস্থিতিও নেই। রাস্তাগুলোর এমন দুরাবস্থা দেখে এ এলাকার বিয়ে-সাদি করাতেও মুখ ফিরিয়ে নিচ্ছে।
খোজ নিয়ে জানা যায়, বিগত সাবেক চেয়ারম্যান মরহুম আলোমগির কবির খান এর সময়ে অত্র এলাকার রাস্তাগুলো মাটি ফেলে উঁচু ও ইট বিছানো হলে তখনকার সময়ে মোটামুটি চলাচল করা যেতো। বিধায় এলাকাবাসী খুবই খুশি ও আনন্দিত হয়ে ছিল। কিন্তু এরপর আর পাকা অথবা সংস্কারও করা হয়নি রাস্তাগুলো। উক্ত রাস্তাগুলোর প্রায় চারটি স্থানে ভেঙ্গে রাস্তার অনেকাংশ জায়গা জুড়ে পুকুরে চলে গেছে। এতো কিছুর পরও এসব জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো দেখার যেনো কেউ নেই।
এ ব্যাপারে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নুর যোগাযোগ করা হলে তিনি জানান, ওই এলাকার রাস্তাগুলো কোন পর্যায়ে আছে আমার তা আমার জানা নেই। তবে ইউপি নির্বাচনের আগে আমি এক নজর দেখেছি। রাস্তাগুলোর খুবই খারাপ অবস্থা। এমপির সহযোগিতায় উক্ত রাস্তাগুলো সংস্কার অথবা পাকা করণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।