ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে তিনটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৬জন। রোববার বেলা সাড়ে ১০টায় নগরীর দাসপুকুর এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন অটোরিকশায় থাকা আরও চার যাত্রী।
নিহত অটোরিক্সা চালকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন জানান, মাসুম এন্টারপ্রাইজ নামে একটি বাস যাত্রী নিয়ে শহর থেকে উল্টা রাস্তাায় গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। একই সময় একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে শহরের দিকে আসছিল। দাসপুকুর মোড়ে আশার পর বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালক।
এদিকে, রোববার সকালে নগরীর শাহ মখদুম থানাধীন আমচত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। জানা যায়, নিহতদের একজনের নাম ফয়সাল ও অপরজন চারঘাট এলাকার বৃদ্ধ জামেরুল।