ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : এক নারীর অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে মোহন আলী নামে এক ব্যক্তির সাত বছর কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (২২ আগস্ট) রাজশাহী সাইবার ট্রাইবুন্যাল আদালত এই রায় দেন।
রাজশাহী সাইবার ট্রাইবুন্যাল আদালতের পাবলিক প্রসিকিউটর ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত মোহন আলী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালরে জুন মাসে একই এলাকার এক নারীর অশ্লীল ভিডিও তৈরি করে মোহন ও তার সহযোগীরা। এরপর বøুটুথ ও ইন্টারনেটেরে মাধ্যমে বিভিন্নজনের মোবাইলে সেই ভিডিও ছড়িয়ে দেয় তাঁরা। সেই অপমান সইতে না পেরে ওই নারী আত্মহত্যা করেন।
ঘটনার পর একই বছরের ১৯ জুলাই ওই নারীর বাবা বাদী হয়ে বদলগাছী থানায় দুজনের বিরুদ্ধে ডিজিটাল আইনে একটি মামলা করেন। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে ৭ বছরের কারাদন্ড দেন রাজশাহীর সাইবার ট্রাাইবুন্যাল আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।