ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেল চালক নজরুল ইসলাম ওরফে লতিফ (৩০) অপহরণ ও হত্যা মামলায় দু’জনের আমৃত্যু ও এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর ) দুপুর ১টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় শেষে আসাসিকে জেলা কারাগারে পাঠানো হয় এবং পলাতক দু’জন আসাসিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।
আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার তোফাজ্জেলের ছেলে ফজলু, রাজবাড়ী উপজেলার বেলগাছি গ্রামের ইমান আলীর জামাতা মজিবর রহমান। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি খোকসা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মজনুর স্ত্রী খুশি বেগম ওরফেস কলসি।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৬ জুলাইয়ের সকালে মোটরসাইকেল চালক নজরুল ইসলাম ওরফে লতিফ মোটরসাইকেল ভাড়া খাটানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হোন। পরদিন ১৭জুলাই দুপুরে খোকসা উপজেলার উত্তর শ্যামপুর মাঠের পাটক্ষেত থেকে মস্তকবিহীন অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বড়ভাই শরীরের গঠন দেখে নজরুল ইসলামের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বড়ভাই বিল্লাল সেখ বাদী হয়ে ৩ জনকে আসাসি করে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা খোকসা থানার এসআই জহিরুল হক আসাসিদের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার বিচারকার্য শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।