ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মধ্যবাজার দলীয় কার্যালয়ে উপজেলা অওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে জন্মদিনের কেক কর্তন ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হক, নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা।
আরও উপস্থিত ছিলেন, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও জান্নাতুন নাইম মুন্নীসহ ছাত্রলীগ, যুবলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীগণ।