ধূমকেতু প্রতিবেদক : অগ্রণী ব্যাংক অফিসার সমিতি, আঞ্চলিক পরিষদ, রাজশাহী এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের রোগমুক্তি কামনায় রোববার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় নগর ভবন শাখায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এস.এম মোস্তফা-ই-কাদের, রাজশাহী সার্কেলের উপ-মহাব্যবস্থাপক বাবলু মুহরী, সাহেব বাজার কর্পোঃ শাখার শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আব্দুল মান্নান, রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক লোকমান হাকিম।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্পোঃ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আনোয়ারুল আইউবী, নগর ভবন শাখার এসপিও/ব্যবস্থাপক ওয়াহিদা ইয়াসমিনসহ রাজশাহী অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা/কর্মচারী এবং অবসরপ্রাপ্ত নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।
দোয়া পরিচালনা করেন, সোনাদিঘী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা ক্বারী মামুনুর রশীদ।