ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলায় : নওগাঁর পত্নীতলায় ভোক্তা অধিকার সংরক্ষণ-২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজে এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী স্যানিটারী ইন্সপেক্টর প্রভাস চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন, সাইদুর রহমান ও সন্তোষ কুমার।
আরও উপস্থিত ছিলেন, হরিরামপুর মোড় বণিক কমিটির সভাপতি মহসীন আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এ জেড মিজান, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক ফরহাদ হোসেন, মডেল প্রেসক্লাবের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার হাসান পল্লব, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ সুধীজন প্রমুখ।
সেমিনারে ইউএনও রুমানা আফরোজ বলেন, আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের মতামত ও সহযোগিতায় একটা সুন্দর সমাধান বের করতে পারবো।