ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার মৃত রহিম বক্স ডাক্তারের জায়গার সামনে ও খলিল মোড়ে পাকা সড়কের ওপর বেশ কয়েকজন দোকানদারদের খাবার খেয়ে শত শত শালিক পাখিদের দিন শুরু হয়।
দোকান মালিকদের সাথে শালিক পাখিদের মধ্যে দীর্ঘদিনের এই সখ্যতা উপজেলার হাটপাঙ্গাসী এলাকায় বেশ সারা ফেলেছে। প্রতিদিন সকালে উৎসুক জনতা পাখিদের খাবার দেখতে আসেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরবেলা খাবারের জন্য শত শত শালিক পাখি খাবারের জন্য জড়ো হচ্ছে। পাখিদের কিচিরমিচির শব্দে এলাকা মুখরিত হয়ে ওঠে। বাজারের দোকানদাররা যে যার মতো করে চানাচুর, পাউয়ারুটি, পরোটাসহ বিভিন্ন শুক্ন খাবার শালিক পাখিদের সামনে ছড়িয়ে-ছিটাইয়া দিলে ঝাঁকে ঝাঁকে শালিক পাখি খাবারের জন্য সড়কে নেমে আসে। খাবার খেয়ে আবার চলে যায় সারাদিনের জন্য বিভিন্ন যায়গায়। যেখানেই থাকুক না কেন সকাল হলেই সঠিক সময়েই হাজির হচ্ছে খাবার খাওয়ার জন্য।
এদিকে উপজেলার হাটপাঙ্গাসী বাজারে অবস্থিত হযরত শাহজালাল (রাঃ) ইলেক্টনিক্স এন্ড গিফ্ট কর্ণারের মালিক মঞ্জুর হাষান বলেন, পাখিদের প্রতি দোকানদারদের ভালবাসা অত্যন্ত প্রসংশনীয়।
অপরদিকে দোকানদাররা জানান, পাখিদের খাওয়াতে পেরে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছেন উপজেলার হাটপাঙ্গাসী বাজারের বেশ কয়েকজন দোকানদার।