ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শোভাযাত্রা ও র্যালির মাধ্যমে নিরাপদ সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান ও জান্নাতুন নাইম মুন্নীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন।