ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের তাহেরপুর পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।
থানা ও মামলা সূতে জানা গেছে, গত বুধবার (৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে তাহেরপুর পাকুড়িয়া এলাকা থেকে ৬ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামীরা হলেন, তাহেরপুর পাকুড়িয়া গ্রামের রহিম বক্সের ছেলে বাবুল হোসেন (৩৬), একই গ্রামের মৃত ছবের আলীর ছেলে মুক্তার হোসেন (৪১), বাকশিমইল গ্রামের মইফুলের ছেলে রুবেল হোসেন (৩১)।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশা বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মালমা দায়ের হয়েছে। আজ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।