ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিবাহ নিবন্ধকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাণীনগর থানাপুলিশের আয়োজনে থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রকিবুল ইবনে রহমান।
আরও বক্তব্য রাখেন, খট্রেশ্বর রাণীনগর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, পারইল ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান, গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, বিবাহ নিবন্ধক রেজাউল ইসলাম, রাণীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম মিলন, সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।