ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ধান ও আম গাছের চারার পিকআপ থেকে ৫১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক আব্দুর রাজ্জাক (৩০) কে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
আটক পিকআপ চালক নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মুক্তার আলী ছেলে। গত বুধবার বিকেল পৌনেটার দিকে ৫ টার দিকে তাকে নগরীর শাহমখদুম থানা দিন বিআরটিএ অফিসের সামনে থেকে আটক করা হয়।
বুধবার রাত সাড়ে সাতটার দিকে নগর গোয়েন্দা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান, নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু আহমদ আল মামুন।
তিনি জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর শাহমখদুম থানা দিন বিআরটিএ অফিসের সামনের রাস্তায় পিকআপ গাড়ির গতিরোধ করে তল্লাশি চালিয়ে ধান ভর্তি বস্তা আম গাছের চারার মধ্যে থেকে ৫১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পিকআপে ৭৫ টি আম গাছের চারা ও ৫ বস্তা ধান ছিল। এসময় চালক আব্দুর রাজ্জাককে আটক করা হয়।
প্রেস ব্রিফিংয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম কুদ্দুস, নগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।