ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরের ৬নং জাহানাবাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারী) উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আকবর আলী প্রাং। সঞ্চালনায় ছিলেন, জেনেটিক রিজিওনাল অফিসার নজরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, ৬নং জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, খ,ম,শামসুল ইসলাম (শিক্ষক), উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মাখন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইসরাফিল হোসেন সরকার রনি, সদস্য সচিব হুমায়ুন কবির, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুস সামাদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবলীগ নেতা জাহিরল ইসলাম প্রমুখ।