ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর ছবির উপরে ঝাড়ু রাখা হয়েছে।
গত বুধবার দুপুর ১ টার দিকে এমন চিত্র দেখা যায়। কলেজটির অধ্যক্ষ সাবেক জেলা জামায়াত নেতার ছোট ভাই শহিদুল ইসলাম। এখবর ছড়িয়ে পড়লে অধ্যাক্ষের শাস্তির দাবিতে ফুসেঁ উঠেছেন উপজেলা বাসী।
এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সরেজমিনে দেখা যায়, মুন্ডুমালা বাজার থেকে দক্ষিণে মহিলা ডিগ্রি কলেজ। চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন। ভবনে উঠার সিড়িঁর নিচে কাগজে লিখা শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, সাদা কাগজে স্লোগান সংবলিত উপরের দুইসাইডে শহীদ শেখ রাসেল ও নিচে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি। সেই ছবির উপরে আবর্জনা পরিস্কার করা ঝড়ু রাখা হয়েছে। এমন ভাবে রাখা হয় বঙ্গবন্ধুর পুরো মুখ ঢাকা ছিল।
জানা গেছে, বিগত ২০২২ সালে শহীদ শেখ রাসেল দিবসের দেওয়ালিকা করা হয়। দেওয়ালিকায় কালো কালিতে শেখ রাসেল দিবস ২০২২, এর ডানে বামে শেখ রাসেলের ছবি ও নিচে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর অবিসংবাদিত নেতা মহান স্বাধীনতার স্থপতি জাতির জনকের ছবি। সেই ছবির উপরেই ঝাড়ু রাখা ছিল। দেওয়ালিকায় নানান রংয়ের আরো অনেক লিখা রয়েছে।
কলেজের সরকারি সময় সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। কিন্তু দুপুর ১ টার আগেই ছুটি হয়ে যায়। সরকারি সময় অনুযায়ী সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জাতিয় পতাকা টাংগানো রাখতে হবে। কিন্তু দুপুর ১ টার দিকে পতাকা নামিয়ে মাত্র ৩ জন পিয়ন ছিলেন। তাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মহিলাও ছিলেন।
কেউ নেই কখন ছুটি হয়েছে জানত চাইলে তারা জানান, প্রতিদিন যে সময়ে ছুটি হয় সে সময়ে হয়েছে, এর বেশিকিছুই বলতে চাননি তারা।
অধ্যক্ষ শহিদুল নানা অনিয়মের কারণে দীর্ঘ সময় সাসপেন্ডে ছিলেন। কলেজটির নৈশ প্রহরীর চাকুরী করেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান। তিনিও চাকুরির প্রথম থেকে ডিউটি করেন না। তার পরিবর্তে অন্য জন ডিউটি করেন। নৈশ প্রহরীর ও মেয়রের বেতন ভাতা তুলেন সাইদুর।
অধ্যাক্ষ শহিদুল ইসলামের মোবাইল নম্বরে কল দেওয়া হলে তিনি জানান, এটা তোমরা করেছ, আমার পিয়ন রা দেখেছে, আমি তোমাদের নামে মামলা করব বলেও হুমকি দেন তিনি। আপনার কলেজের পিয়নদের দেখিয়ে আমি ভিডিও করেছি। আপনার কলেজের সময় বিকেল চারটা পর্যন্ত দুপুর একটার আগে কিভাবে ছুটি হয় জানতে চাইলে তিনি হুমকি দিয়ে বলেন কলেজে আসলে ব্যবস্থা নেওয়া হবে।