ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার চাঁনপাড়া গ্রামের তারিকুল ইসলাম ভদুর বাড়ীর পশ্চিমে পাঁকা রাস্তার উপর থেকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে ১ জনকে আটক এবং অপহৃত ভিকটিম উদ্ধার করে র্যাব-৫।
আটককৃত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ (ঢুলিপাড়া) গ্রামের আব্দুল মালেক ও জহুরুন্নেছার ছেলে আব্দুল আলীম (২২)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫এর একটি অপারেশন দল ১২ জানুয়ারি ২০২৩ ইং তারিখ দুপুর ২টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন চাঁনপাড়া গ্রামের তারিকুল ইসলাম ভদুর বাড়ীর পশ্চিমে পাঁকা রাস্তার উপর থেকে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্ব্বে্ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম সুমাইয়া খাতুন (১৬) কে উদ্ধার এবং ভিকটিমকে ধর্ষণ ও অপহরণকারী আসামী ১। আব্দুল আলীম (২২), পিতা- আব্দুল মালেক, মাতা- জহুরুন্নেছা, সাং- খয়রাবাদ (ঢুলিপাড়া) থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করে।
উল্লেখ্য, গত ইং ০৮/০১/২০২৩ তারিখে ভিকটিম মোছাঃ সুমাইয়া খাতুন (১৬) সকাল ৮টার সময় তার বাড়ী হতে স্কুলের জন্য বের হলে আর ফেরত না আসায় অনেক খোঁজাখুজির পরও না পাওয়ায় ০৮/০১/২০২৩ ইং তারিখ সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করে এবং উহার ০১টি কপি অত্র ক্যাম্পে জমা দিলে তথ্যপ্রযুক্তির সাহায্যে অপহরণকারী ও ধর্ষক এবং ভিকটিম এর অবস্থান শনাক্ত করে জানা যায় যে, অপহরণকারী ও ধর্ষক মোঃ আব্দুল আলীম (২২) ভিকটিম সুমাইয়া খাতুন (১৬) কে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিল। তাদের অবস্থানের উপর ভিত্তি করে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশন দল বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার পূর্বক অপরহরণকারী ও ধর্ষক আব্দুল আলীম (২২) গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।