ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ থেকে জনসাধারণকে করোনা মোকাবেলায় অবশ্যই পালনীয় স্বাস্থ্যবিধিগুলো মনিটরিং এবং সচেতন করা হয়।
সোমবার বেলা ১২ টার দিকে নগরীর গণকপাড়া, জিরোপয়েন্ট, জলিল বিশ্বাস মার্কেট, কাপড় পট্টি, স্যান্ডেল পট্টি, স্বর্ণকার পট্টি, সাহেব বাজার কাঁচাবাজার, আর.ডি.এ মার্কেট গুলোর মালিক, কর্মচারীসহ ক্রেতাদের মাস্ক বিতরণ ও সতর্ক করা হয়।
রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই স্বাস্থ্য বিধি মানতে হবে। দেশের মানুষকে নিরাপদ রাখতে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে মাস্ক পড়া বাধ্যতামুলক করেছে। মাস্ক না পড়া শাস্তিযোগ্য অপরাধ তাই সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতার শারীরিক দূরত্ব কমপক্ষে ৩ ফিট বজায় রাখতে হবে। বিক্রেতাকে অবশ্যই সাবান অথবা স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত জীবানু মুক্ত করতে হবে এবং জীবানুনাশক দিয়ে দোকানের প্রবেশ পথ জীবানু মুক্ত করতে হবে। আসুন আমরা সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলি, নিজে নিরাপদ থাকি অন্যকেও নিরাপদ রাখি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ্ব আবু বাক্কার আলী, রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ওমর আলী, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াজ আহম্মেদ খান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সহ-সভাপতি, আলী আশরাফ খোকন, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান মিঠু, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু, আর.ডি.এ মার্কেট কমিটির সহ-সভাপতি আজম আলী, বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র রক্ষা কেন্দ্রের সভাপতি জাওয়াদ আহমেদ রাফি, ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান পলাশ, দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক মোহনা প্রমুখ।