ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোরে র্যাব অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাতে রাজশাহী র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ীর নাম আয়নাল হক (৪০)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বরিয়ামন্ডলপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তানোর উপজেলার মালশিরা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসাবে আয়নাল হককে গ্রেপ্তার করে র্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি উদ্ধার হয়। পরে তাকে রাজশাহীর তানোর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।