ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : দফায় দফায় বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামাহীন দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ জনজীবনের বিভিন্ন দাবী নিয়ে ১০ দফা দাবী সফল করার লক্ষে সারা দেশের ন্যায় নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১২ ঘটিকায় চন্ডিপুর ইউনিয়নের সভাপতি মাহমুদুর রহমান এর নেতৃত্বে চন্ডিপুর দাখিল মাদ্রাসা মাঠ হইতে পদযাত্রা বের হয়ে ইউনিয়নের দুদুর মোড়, পিয়ার আলীর মোড়, গাংজোয়ার হয়ে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। এসময় পদযাত্রার মধ্য দিয়ে ১০ দফা দাবি উল্লেখযোগ্য লিফলেট বিতরণ করা হয়।
পদযাত্রায় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক বেলাল হোসেন, জেলা শাখার মহিলা দলের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭/৮/৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা বেগম, জেলা শাখার সাবেক সংগঠনিক সম্পাদক মতিন তালুকদার, চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক শাহার আলী, চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান চন্ডিপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
পদযাত্রায় স্লোগানে বলেন, দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামাহীন বৃদ্ধি করে জনজীবনে নাভিশ্বাস তুলেছে। হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলা নিত্যদিনের ঘটনা করে তুলেছে। ভোটের নামে চলছে নির্মম প্রহসন। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে সরকার। তারা ভোটচুরি করে জোরপূর্বক ক্ষমতায় আছে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ নিরপেক্ষ গ্রহনযোগ্য অংশ গ্রহণ মূলক হয়নাই হবেও না জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রধান বাধা আওয়ামী লীগ সরকার। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নাই বলে স্লোগানে জানান দেন ।