ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এবার রবি মৌসুমে ব্যাপক সরিষার চাষ হয়েছে। এখন চলছে উপজেলার প্রতিটি মাঠে সরিষা কাটা-মাড়াইয়ের কাজ। আবহাওয়া অনূকুলে থাকায় এ বছর উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। এছাড়া দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। আমন ধান কাটার পর এই অঞ্চলের কৃষকরা লাভজনক ফসল হিসেবে সরিষা চাষে ঝুকছেন।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে চলতি বছর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সরিষা চাষ হয়েছে ৬ হাজার ৫৬৫ হেক্টর জমিতে। এ উপজেলায় গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ সরিষার চাষ এবার হয়েছে।
আইলপুনিয়া গ্রামের কৃষক আব্দুর রশিদ বলেন, সরিষার ফলন ভালই হচ্ছে। বাজারে দামও সরিষা ভালো । প্রতি বছর আমন ধান কাটার পর জমিতে সরিষা চাষ করি। সরিষা বিক্রি করে যে টাকা পাওয়া যায় ওই টাকা দিয়ে আবার ইরি ধানের আবাদ করি। সরিষা চাষে খরচ কম, লাভ বেশি হয়। এক বিঘা জমিতে ৭-৮ মণ সরিষা হচ্ছে।
কুন্দারহাটে সরিষা কিনতে আসা ব্যাপারী মুক্তার হোসেন বলেন, সরিষার ধরনের উপর দাম নির্ভর করে। আমি ২৫০০-৩২০০ টাকা পর্যন্ত সরিষা কিনলাম। যেগুলো ভেজা তার দাম কম। যেগুলো শুকান তার দাম বেশি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, বাজারে তেলের দাম বেশি। এজন্য কৃষক সরিষার দামও ভালো পাচ্ছে। সরিষা চাষিদের মাঠপর্যায় পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নন্দীগ্রামে এবার সরিষার ভালো ফলন হয়েছে।