ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে গরীব রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য বরাদ্দ অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে নগরীর কোর্ট চত্ত¡রে জেলা প্রশাসনের কার্যালয়ে ২৬ জনের হাতে চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে দুস্থ ও অসহায় ব্যক্তিদের চেক বিতরণ করেন, প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মোট ২৬ জনকে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চেক বিতরণ করা হয়েছে।