ধূমকেতু প্রতিবেদক : আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) প্রথম সমাবর্তন আয়োজন উপলক্ষে মূল কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে ট্রাস্টিবোর্ডের চেয়াম্যানের কক্ষে এ সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশ^বিদ্যালয়ের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় সমাবর্তন উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।