ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মুজিব শতবর্ষে ভূমিহীন ‘ক’ শ্রেণির (জমি ও ঘর কিছুই নেই) পরিবার পুনর্বাসনে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার গোছন গ্রামে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের ভিত্তিস্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা প্রমুখ।
পর্যায়ক্রমে এ উপজেলায় ভূমিহীন ‘ক’ শ্রেণির (জমি ও ঘর কিছুই নেই) ১৫৬ পরিবার বাসগৃহ পাবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।