ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আনুষ্ঠানিক ভাবে বোরোধান কর্তন শুরু হয়েছে।
মঙ্গলবার (২ মে) গোমস্তাপুর কৃষি অফিসের আয়োজনে নিমতলা কাঁঠাল গ্রামে বোরোধানের ফলন নিরুপণের লক্ষ্যে নমুনা শস্য কর্তন ও বোরোধান কাটা উৎসবের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার।
উক্ত অনুষ্ঠানে ব্রি -ধান৮৯ এর নমুনা শস্য কর্তন করা হয়। এর ফলন প্রায় ৩০ মণ বিঘা প্রতি।
অনুষ্ঠানে উপস্থিত কৃষিবিদগন জানান, ব্রি ধান৮৯ উচ্চ ফলনশীল জাতের ধান।ঝড় বৃষ্টিতে সহজে হেলে পড়ে না এবং এর ভাতও সুস্বাদু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হর্টিকালচার সেন্টার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, মনিটরিং অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার প্রমুখ।