ধূমকেতু প্রতিবেদক : ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জানে আলম খান বলেন, আগামীতে আমি কাউন্সিলর হতে পারলে গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে।
তিনি বলেন, ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় খাবারের পানির সমস্যা আছে। এবারের নির্বাচনে জনগণ আমাকে কাউন্সিলর পদে জয়যুক্ত করলে সেসব এলাকায় টিউবওয়েল স্থাপন করবো।
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
জানে আলম বলেন, এলাকার যুবক-যুবতীদের জন্য কম্পিউটার ও সেলাইসহ বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। সেই সাথে যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, আমার এলাকায় দুইটি স্বনামধন্য ক্রীড়া সংগঠন আছে, সিপাইপাড়া স্পোটিং ক্লাব ও বৈকালী সংঘ। আমি নির্বাচিত হলে ক্রীড়াঙ্গণের উন্নয়নের স্বার্থে কাজ করবো।
তিনি আরও বলেন, আমরা যুবসমাজের উদ্যোগে সিপাইপাড়া যুব প্রশিক্ষণ কেন্দ্র করেছি। আমার এলাকার কিশোর-যুবকরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধূলার সাথে জড়িত থাকে, সেজন্য তাদেরকে আমার সংগঠনের সদস্য করেছি। তারা যেন মাদকাস্বত্ত্বসহ খারাপ কাজ থেকে দুরে থাকে এজন্য আমাদের এই উদ্যোগ বলেও জানান তিনি।