ধূমকেতু প্রতিবেদক : ‘মাতুভাষা একটিপ জাতি-গোষ্ঠীর পরিচয় বহন করে’ এই স্লোগান নিয়ে শুক্রবার বেলা ১১টায় পাহাড়ীয়া আদিবাসী বাইশী পরিষদের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। দামকুড়া কলেজ হল রুমে পাহাড়ীয়া মাতৃভাষা ও সংশোধন “বেঁরদু” ত্রি-মাসিক পত্রিকা প্রকাশনা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন সমাজ সেবক মঞ্জু বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন পাহাড়ীয়া আদিবাসী বাইশী পরিষদের নির্বাহী পরিচালক অভিলাষ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, জৈতুন সংস্থার নির্বাহী পরিচালক আন্দ্রিয়াস বিশ্বাস, সমাজ সেবক রঞ্জিত সাউরিয়া, মিলন সরকার ও শিলা বিশ্বাস, সাংস্কৃতিক দলের ডেভিট বিশ্বাস, জয় খ্রিষ্টফার ও মলি বিশ্বাস, এনজিও প্রতিনিধি রেজিনা বিশ্বাস ও কারিতাসের সহকারী মাঠ কর্মকর্তা আগ্নেশ টুডু। এছাড়াও পাহাড়ীয়া আদিবাসী জনগোষ্ঠীর নেতা-নেত্রী ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালার মাধ্যমে অত্র সম্প্রদায়ের ভাষা বিষয়ে আলোচনা হয়। সেইসাথে ভাষা নিয়ে গবেষণা ও লিখিত বিষয়ে কোন প্রকার ভূলভ্রান্তি আছে কিনা সেগুলো আলোচনা হয়। লিখিত এই ভাষার প্রকাশনী প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণ করা হবে বলে জানান প্রধান আলোচক।