ধূমকেতু প্রতিবেদক : “সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় রাজশাহী সরকারি মহিলা কলেজে অনুমোদিত ৬ তলা ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য (রাজশাহী-২ সদর) ফজলে হোসেন বাদশা।
শনিবার (৮ জুলাই) বেলা ১১ টার দিকে তার সাথে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. খন্দকার মুজাহিদুল হক, প্রকল্প পরিচালক (ফোসেপ), কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, আমীর আলী দেওয়ান, সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী জেলা, জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী জেলা ও আব্দুস সামাদ মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী জেলা।
আরও উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষক ও কর্মচারিবৃন্দ।
নির্মাণাধীন ভবনের স্থান পরিদর্শন শেষে অধ্যক্ষ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির নতুন ছাত্রীনিবাস দেখান এবং কলেজের মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংসদ শিক্ষা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন এবং নিজেও বিষয়গুলো দেখভালের প্রতিশ্রুতি দেন।